লোকসভা ভোট চলাকালীন নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি পাবে না। নির্বাচন কমিশন এমনই নির্দেশ দিয়েছে কিন্তু অভিযোগ, একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সংস্থার অ্যাপের মাধ্যমে ওয়েব সিরিজে ছবিটি দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রথম দফার লোকসভা ভোট শুরুর আগে নরেন্দ্র মোদীর বায়োপিকের মুক্তি নিয়ে বিরোধীরা সরব হয়। তাদের দাবি, ছবিটি ভোটারদের প্রভাবিত করতে পারে। তা নিয়ে সুপ্রিম কোর্টে এক ব্যক্তি আবেদন করেন। যদিও শীর্ষ আদালত জানায়, ছবি মুক্তির বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তারপর ১০ এপ্রিল বুধবার নির্বাচন কমিশন নির্দেশ দেয়, লোকসভা ভোটের সাত দফা শেষ হওয়ার আগে সিনেমাটি মুক্তি পাবে না অর্থাৎ ১৯ মে’র পর সিনেমাটি রিলিজ করা যাবে। কারণ হিসেবে বলা হয়, সিনেমাটি মুক্তি পেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে।
কমিশনের নির্দেশ সত্ত্বেও একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার ওয়েব সিরিজের অ্যাপে মোট পাঁচটি পর্বে সিনেমাটি দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু কমিশনে অভিযোগ জানান। তাঁর বক্তব্য, এই ওয়েব সিরিজ প্রধানমন্ত্রী পদপ্রার্থীর একটি সারোগেট বিজ্ঞাপন। আর তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।
Be the first to comment