প্রজাতন্ত্র দিবসে ভারতে প্রধান অতিথি হয়ে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Spread the love

২০২১ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আসতে চলেছেন ভারতে ৷ গত ২৭শে নভেম্বর টেলিফোনিক কথোপকথনের সময় তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে জনসন প্রধানমন্ত্রী মোদীকে পরের বছর ব্রিটেনে অনুষ্ঠিত জি-৭ এর সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ৷ শেষ ১৯৯৩ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর উপস্থিত ছিলেন।

বরিস জনসন আসবেন কি না, সেই নিয়ে মুখে কুলুপ আঁটলেও, প্রধানমন্ত্রী বরিস জনসন খুব শীঘ্রই ভারত সফর করতে আগ্রহী , জানিয়েছে সংবাদসংস্থা এ এন আই ৷ বুধবার ঘোষিত হয়, প্রথম পশ্চিমী দেশ হিসবে ব্রিটেনেই অনুমোদন পাচ্ছে ফাইজার করোনা টিকা আগামী সাতদিনের মধ্যে গণহারে উৎপাদিত হয়ে আপৎকালীনক্ষেত্রে ব্যবহারের জন্য চলে আসবে। আর ঠিক এমন দিনেই ভারত থেকে আমন্ত্রণ পান বরিস ৷

ব্রিটেনের যারা এই বিষয়টির সাথে পরিচিত তারা বলেন যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথোপকথনটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রধানমন্ত্রী জনসন ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলিতে সম্পূর্ণভাবে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*