চিন সীমান্তে দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Spread the love

বিশেষ প্রতিনিধি,

চিন সীমান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হচ্ছে দেশের সবথেকে লম্বা রোড ও রেল ব্রিজ। অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত গিয়েছে সেই সেতু। চলতি বছরের শেষেই এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সরকারি আধিকারিকদের মতে, এই ব্রিজ তৈরি করে একদিকে যেমন উত্তর-পূর্বের উন্নয়নের বিষয়টা সামনে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে চিন সীমান্তে এটি একটি কৌশলী পদক্ষেপও বটে। এর মাধ্যমে সীমান্তে থাকা সেনা জওয়ানদের কাছে তেজপুর থেকে জিনিসপত্র পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এবছরের জুলাই মাসের মধ্যেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যাবে। এরপরের দু’মাস ধরে হবে সিগনালিং সহ ইলেকট্রিকের সব কাজ। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই বোগিবীল সেতু হবে এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। উপরে থাকবে তিন লেনের রাস্তা। আর তলা দিয়ে হবে দুই লেনের রেলপথ। ব্রহ্মপুত্র নদীর থেকে ৩২ মিটার উঁচু দিয়ে তৈরি হচ্ছে এই ব্রিজ। সুইডেন ও ডেনমার্কের সংযোগকারী সেতুর আদলেই বানানো হচ্ছে ওই ব্রিজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*