সৌদি আরব থেকেই ‘শাহ’-কে ফোনে তড়িঘড়ি কাশ্মীর যাওয়ার নির্দেশ মোদির, দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে, বর্তমানে সৌদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে ফোন করেন তিনি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে শা’কে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে জরুরি নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকের পরই জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে গিয়েও জরুরি বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি হামলার পর শাহ তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় আমি মর্মাহত। এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরা রেহাই পাবেন না। অপরাধীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’ ঘটনার পরই পহেলগাঁওয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও।
এদিন অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন একাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ সমস্ত পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে। কয়েক মাস পরই শুরু হবে অমরনাথ যাত্রা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি প্রতিনিধি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*