দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। এই আবহে বাংলায় নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার টুইট করে তিনি জানিয়েছেন, আগামীকাল করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। ফলে বাংলায় প্রচারের জন্য আসতে পারবেন না।
২৩ এপ্রিল রাজ্যে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন মালদা, মুর্শিদাবাদ, ভবানীপুর, কলকাতা দক্ষিণ, মল্লিকপুর, বীরভূম এবং সুরিতে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি।
এই পরিস্থিতিতে ইতিমধ্যেই কলকাতায় বড় সভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় জমায়েত বাতিল করেছে বামেরাও। বাংলায় প্রচার কর্মসূচি বাতিল করার কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী। কিন্তু কিছুদিন আগেই বিজেপির তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে মোদীর সভায়। সেইসঙ্গে নমোর নির্বাচনী কর্মসূচিতে কাটছাঁট করা হতে পারে, জানানো হয়েছিল দলের তরফে।
কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছিলেন, ‘PMO-র নির্দেশ মেনে প্রধানমন্ত্রীর সভায় বদল করা হয়েছে। সামাজিক দুরত্ববিধি মেনেই সভার আয়োজন করা হবে।’
কিন্তু এবার সেই সভা বাতিলই করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি জানিয়েছেন, ‘কাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এই জন্য কাল আমি পশ্চিমবঙ্গের প্রচারসভা বাতিল করছি।’
Be the first to comment