লতার মৃত্যুতে শোকস্তব্ধ, বাতিল গোয়ায় মোদীর ভার্চুয়াল সমাবেশ

Spread the love

কয়েকদিন বাদেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তালিকায় নাম রয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার। ভোটের আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলই। ফাইনাল ম্যাচের আগে প্রস্তুতি দেখতে ময়দানে নেমেছে হেভিওয়েট নেতারা। লক্ষ্য একটাই মানুষের মন জয় করা ও নিজেদের দলের হয়ে ভোট প্রার্থনা করা। নির্বাচনের আগে প্রচারের জন্য একটি দিন ছাড়তেও নারাজ রাজনৈতিক দলগুলি। এই আবহে গোয়ায় আজ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সমাবেশ বাতিল করা হল। রবিবার গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সমাবেশ করার কথা ছিল। কিন্তু আজ সকালেই খবর আসে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকেই আজ প্রধানমন্ত্রীর সমাবেশ বাতিল করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, “লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোয়ায় প্রধানমন্ত্রী মোদীর ভার্চুয়াল সমাবেশ এবং অন্যান্য দলীয় কাজ বাতিল করেছে গোয়া বিজেপি।” সাওয়ান্ত জানিয়েছেন, কোকিলকণ্ঠীর মৃত্যুতে দু’দিন রাষ্ট্রীয় শোকপালন করা হবে। তিনি বলেছেন, “আমাদের সবার কাছে লতা মঙ্গেশকর অমর থেকে যাবেন।” আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য গোয়া বিজেপির ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। সাওয়ান্ত জানিয়েছেন, নিতিন গড়করির বৈঠকও বাতিল করা হয়েছে।

‘ভারতের নাইটিঙ্গল’ নামে পরিচিত লতা মঙ্গেশকর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। তাঁর মৃত্য়ুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ভারাক্রান্ত সকলের মন। কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা হয়েছে দু’দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, “লতা মঙ্গেশকরের স্মরণে ৬ এবং ৭ ফেব্রুয়ারি এই দুই দিন জাতীয় শোক পালন করা হবে। শ্রদ্ধার চিহ্ন হিসাবে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।” শুধু সঙ্গীত মহল বা শিল্পী মহল নয় কোকিল কন্ঠীর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল তথা গোটা দেশে। লতা মঙ্গেশকারের প্রয়াণে টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট বার্তায় জানিয়েছেন, “আমি লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলেই মনে করি। তার সঙ্গে আমার কথোপকথন অবিস্মরণীয় থাকবে। লতাদিদির প্রয়াণে আমি ও গোটা ভারত শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”

উল্লেখ্য, গোয়ায় ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেদিন গোয়াবাসী ভোটবাক্সে নিজেদের মতামত প্রদান করবেন যে তাঁরা কাকে চান। ১০ মার্চ ভোটগণনার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*