
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কাশ্মীরের পহলেগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। আহতের সংখ্যা বহু। এই পরিস্থিতিতে সৌদি সফর বাতিল করে বুধবার সকালেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পহেলগাঁওয়ে জঙ্গিহানার জেরে সৌদি আরব সফর বাতিল করে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরতে গিয়েছেন প্রধানমন্ত্রী।
বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়।
সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ সলমনের আমন্ত্রণেই সে দেশে তৃতীয় বার সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু, এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। এমনিতে প্রধানমন্ত্রীর সফর ছিল দুদিনের। সেই হিসাবে বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার ভোরেই দিল্লিতে নেমে পড়বেন প্রধানমন্ত্রী। এমনটাই খবর প্রধানমন্ত্রীর দফতর সূত্রে।
বস্তুত পহেলগাঁওয়ে হামলার খবর প্রধানমন্ত্রীকে বিচলিত করেছে। ইতিমধ্যেই এই জঙ্গি হামলা নিয়ে সৌদি আরব থেকেই সোশাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন মোদি। বিকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেরেছেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকও।
Be the first to comment