হিমাচল প্রদেশের কুলুতে বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোমবার টুইটে কুলুতে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মোদি। টুইটে তিনি জানান, স্থানীয় প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।
সোমবার সকালে কুলুতে খাদে স্কুলবাস পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শিশুর। স্থানীয় সূত্রে খবর, শিশু-সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে পুলিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
প্রত্যক্ষদর্শীদের মতে, কুলুর সামশের থেকে সায়ঞ্জের দিক থেকে আসা বেসরকারি ওই বাসটি জংলা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় খাদে। পুলিস সূত্রে খবর, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাসের নীচে বহু মানুষের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই কঠিন এলাকা। জেলাশাসকের মতে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
Be the first to comment