‘মমতা দি-কে অভিনন্দন, পাশে থাকবে কেন্দ্র!’ টুইট শুভেচ্ছা নমোর; টুইট করলেন শাহ ও নাড্ডা

Spread the love

অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় নির্বাচনের ফলাফল নিয়ে শেষমেশ মুখ খুললেন মোদী। বাংলায় জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন মোদী। টুইটারে মোদী লিখেছেন, ‘মমতাদিদিকে ধন্যবাদ।’ সেই সঙ্গে করোনা অতিমারী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারকে সবরকম সাহায্য করবে কেন্দ্র।’

অমিত শাহ লিখেছেন, ‘আমি বাংলার মানুষের রায়কে সম্মান জানাই। BJP-র প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। BJP শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে। BJP’র সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের অভিনন্দন।’

টুইট করে বিজেপি কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জয়প্রকাশ নাড্ডাও। তবে উল্লেখযোগ্যভাবে এখনও তাঁর চোখে অটুট সোনার বাংলা গড়ার স্বপ্ন। তিনি লেখেন, ‘বিজেপি ‘সোনার বাংলা’র স্বপ্নের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উচ্ছ্বসিত অ-BJP দলগুলো। মমতার জয়ে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, মেহবুবা মুফতিরা।

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে BJP বিরোধী মুখ হয়ে উঠেছিলেন মমতা। আজকের জয়ের জেরে জাতীয় স্তরে BJP বিরোধিতায় অন্যতম ভূমিকা পালন করতে পারেন মমতা, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*