রোজদিন ডেস্ক,কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অফিসিয়াল’ জন্মদিনে রাজ্যজুড়ে তৃণমূল নেতা-কর্মীদের নানা কর্মসূচি। বীরভূম জেলা তৃণমূল সভাপতির নির্দেশে তারাপীঠ মন্দিরে মুখ্যমন্ত্রীর নামে পুজো দেওয়া হল। এমনকি ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের তরফে সাবিত্রী মন্দিরে পুজো দিলেন ছত্রধর মাহাতো। এ দিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
On her birthday, I convey my greetings to West Bengal CM Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে, তাঁর জন্মদিনে আমার তরফে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” প্রধানমন্ত্রীর যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর জন্মদিন পালন করলেন তাঁর দলের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী তাঁর নিজের লেখা বই ‘একান্তে’তে লিখেছেন যে, “মা’র কথানুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়।” কাজেই ৫ জানুয়ারি তাঁর অফিসিয়াল জন্মদিন। আর সেই অনুযায়ী তাঁর বয়স হল ৭০ বছর। তবে যেহেতু এদিন তাঁর প্রকৃত জন্মদিন নয়, তাই এই জন্মদিন উদযাপনে পক্ষপাতী নন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে দলের নেতা-কর্মীদের অনেকেই অবশ্য উৎসাহের সঙ্গেই দিনটি পালন করেছেন। এ দিন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি ত্রিদিব ভট্টাচার্য তারাপীঠ মন্দিরে পৌঁছন এবং মমতার নামে পুজো দেন। তিনি জানান, “আমাদের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তারাপীঠের তারা মায়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর নামে পুজো দিলাম। নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মায়ের পায়ে বেনারসি শাড়ি, ষোলো কলা, ষোলো মুণ্ড, আলতা, সিঁদুর নিবেদন করা হয়েছে। প্রার্থনা করলাম, তিনি যেন দীর্ঘ সময় রাজ্যবাসীর সেবায় নিযুক্ত থাকতে পারেন।”
বীরভূমের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা তৃণমূল ও তৃণমূলপন্থী বেশকিছু সোশ্যাল মিডিয়া গ্রুপের তরফে এ দিন সাবিত্রী মন্দিরে পুজো দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি বলেন, “আমাদের জেলার সমস্ত তৃণমূলের নেতৃত্ব ও কর্মী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে সাবিত্রী মন্দিরে পুজো দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তিনি যাতে দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে রাজ্যবাসীর হয়ে কাজ করে যেতে পারেন।”
সাবিত্রী মন্দিরে পুজো দেওয়ার পর, ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন সোশাল মিডিয়া গ্রুপের তরফে কেক কাটা হয়। একটি নীলসাদা রঙের বড় কেক নিয়ে আসা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে, তৃণমূলের মহিলা কর্মীরা কেক কাটেন।
Be the first to comment