রবিবার পুদুচেরির এক জনসভায় একযোগে কংগ্রেস দল ও নেহরু-গান্ধী পরিবারকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। নমো বলেন, পরিবারকেন্দ্রিক শাসনের সঙ্গে এনডিএ জমানার তুলনা করে দেখুন জনগণ।
বিজেপি আয়োজিত এই জনসভায় জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী পরিচালিত সরকারের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ৪৮ বছর ধরে সরাসরি বা পরোক্ষে একটি পরিবারই দেশ শাসন করেছে। অন্যদিকে এনডিএ সরকার আগামী মে মাসে ৪৫ মাস পূর্ণ করবে। কংগ্রেস শাসনে কী হয়েছে আর বিজেপি শাসিত এনডিএ জমানায় কী কী সাফল্য এসেছে, তার তুলনামূলক বিচার করে দেখতে পারেন বুদ্ধিজীবীরা।
রবিবার পুদুচেরির কংগ্রেস সরকারকে নিশানা করে মোদীর অভিযোগ, কেন্দ্রশাসিত এই অঞ্চলের পরিকাঠামো আজও দুর্বল, পুদুচেরি ‘কংগ্রেসি কালচারের’ বলি হয়েছে। পাশাপাশি এদিন মোদী আরও বলেন, কর্নাটক ও অন্য সব রাজ্যেই আসন্ন বিধানসভা ভোটে বিজেপিই জিতবে, কংগ্রেসের হাতে পড়ে থাকবে শুধু পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকারই।
Be the first to comment