প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত শীর্ষ আদালতের

Spread the love

সাম্প্রতিক পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে পড়ার ঘটনায় স্বতন্ত্র তদন্ত কমিটি তৈরি করার সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালতের ৷ কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ৷ সোমবার সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷

গত ৫ জানুয়ারি পঞ্জাবে নির্বাচনী প্রচার-সহ বেশ কিছু কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৷ সেই সফরেই ফিরোজপুর যাওয়ার পথে তাঁর কনভয় আটকে দেন স্থানীয় কৃষকরা ৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে ৷ বিজেপি তথা গেরুয়া শিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে ৷ আর তার জন্য পঞ্জাব সরকারকেই দায়ী করেছে তারা ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি তুলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করে একটি সংগঠন ৷ তারই প্রেক্ষিতে এদিন এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট ৷

জানা গিয়েছে, এদিন শীর্ষ আদালত যে তদন্ত কমিটি গঠনের কথা বলেছে, তাতে চণ্ডীগড়ের ডিজিপি, এনআইএ-র আইজি, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং পঞ্জাবের এডিজিপি (নিরাপত্তা)-কে রাখা হবে ৷ এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই পঞ্জাব সরকারের একাধিক উচ্চপদস্থ কর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু, কেন্দ্রের এই পদক্ষেপকে ‘স্ববিরোধী’ বলে কটাক্ষ করেছে শীর্ষ আদালত ৷

আদালতের বক্তব্য, কেন্দ্র যদি ওই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করে, তাহলে তার অর্থ হল এসপিজি আইন কোথাও লঙ্ঘিত হয়েছে কিনা, কেন্দ্র তা খতিয়ে দেখতে চাইছে ৷ আবার তারাই পঞ্জাবের মুখ্যসচিব এবং ডিজিকে অপরাধী হিসাবে দেগে দিচ্ছে ৷ একইসঙ্গে করা এই দু’টি পদক্ষেপ পরস্পরবিরোধী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*