করোনায় প্রিয়জনকে হারালেন মোদী

Spread the love

করোনার দ্বিতীয় ঝড়ে দেশে সুনামি। এবার করোনায় প্রিয়জন হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেন মোদীর। তাঁর বয়স হয়েছিল ৮০। ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। করোনাভাইরাসের চিকিৎসা চলছিল তাঁর।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্নাদ মোদী জানিয়েছেন, ‘আমাদের কাকিমা নর্মদাবেন মোদীকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের জন্য তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।’

কিছুদিন আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সকলে করোনা বিধি মেনে চলুন। অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কঠিন সময়ে ধৈর্য্য হারালে চলবে না’।

এদিকে, হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সঙ্গে অব্যাহত মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন, মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনের।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে।

আমেরিকাতেও করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা এতদুর পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞদের অনুমান মে মাসেই আমেরিকাকে টপকে শীর্ষ স্থানে চলে আসবে ভারত। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ১৮৬ জনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*