দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ রাত আটটায় ভিডিও কনফারেন্সিংয়ের মারফত এই বৈঠক শুরু হয়। দেশে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিনেশনের বিষয়েও আলোচনা হয় ।
এই নিয়ে গত দুই দিনে দুবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী । শুক্রবার তিনি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আলোচনা হয় সংকটজনক পরিস্থিতিতে কীভাবে অক্সিজেন চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা যাবে।
বিশেষত সংকটজনক রোগীদের ক্ষেত্রে করোনা চিকিৎসায় অক্সিজেন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । যে হারে পরিস্থিতি জটিল হচ্ছে তাতে অক্সিজেনের ঘাটতি হচ্ছে বিভিন্ন হাসপাতালে । গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন।
Be the first to comment