দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী

Spread the love

দিল্লির পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এপর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। ইতিমধ্যে দিল্লি পুলিশকে ব্যর্থ বলে কেন্দ্রকে সেনা নামানোর সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এই পরিস্থিতিতে দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী।

বুধবার টুইট করে নরেন্দ্র মোদী জানান, আমাদের নৈতিক মূল্যবোধের ভিত্তি হল শান্তি ও ঐক্য। দিল্লির ভাই ও বোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি।

প্রসঙ্গত, দিল্লির হিংসায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। আহত ১৮৯ জন। এই পরিস্থিতির জন্য দিল্লির সভানেত্রী সনিয়া গান্ধী কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করছেন। বুধববার সাংবাদিক বৈঠকে তিনি ঘটনার নিন্দা করে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*