প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বুধবার দিল্লিতে এই বৈঠক হয়। যেখানে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কি তা তুলে ধরেন মেদিনীপুরের এই সাংসদ। একই সঙ্গে পুরনির্বাচনে বিজেপির প্রস্তুতি কি তাও দিলীপ ঘোষের কাছে থেকে জানতে চান প্রধানমন্ত্রী। একেবারে রাজ্যের বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন প্রধানমন্ত্রী। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বৈঠক। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয় উঠে এসেছে বলে সূত্রের খবর।
বৈঠক শেষে দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সমস্ত বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক বসছেন। তাঁদের কাছে রাজ্যের সাম্প্রতি বিষয়ের উপর বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন। সেই মতো আমার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন বলে জানিয়েছেন মেদিনীপুরের এই সাংসদ। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, সামনেই পুরসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে বাংলায় ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন বলে জানান দিলীপবাবু।
পাশাপাশি তিনি আরও বলেন, পুরসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ বাড়ছে। পুলিশ বিভিন্ন মিথ্যা কেস দিয়ে কর্মীদের জেলে পুড়ছে। ফের একবার নির্বাচনকে সামনে রেখে হিংসার রাজনীতি ফিরছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। এই সমস্ত বিষয় বিস্তারিত রিপোর্ট দিয়ে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
গত দুদিন ধরে দফায় দফায় রাজ্যের বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের কাছ থেকে রাজ্যের বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন। সাংসদ-বিধায়কদের কাছ থেকে রাজ্যে বিষয়ে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। কি কাজ বাকি রয়েছে, মানুষ কি বলছে সমস্ত বিষয়ে তথ্য প্রধানমন্ত্রী নিচ্ছেন বলে জানা যাচ্ছে। হঠাৎ প্রধানমন্ত্রীর এহেন উদ্যোগ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সামনেই পুরসভা নির্বাচন। এরপরই ফাইনাল। অর্থাৎ রাজ্যের বিধানসভা নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। গত লোকসভা নির্বাচনের নিরিখে যে হারানো মাটি ফের একবার শক্ত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল।
Be the first to comment