স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মাথায় তেরঙ্গা পাগড়ি, পোশাকেও জাতীয়বাদের ছোঁয়া

Spread the love

বরাবরই পোশাক নিয়ে বিশেষ সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাবির উপর জওহর কোট (যা এখন মোদি কোট হিসেবে পরিচিত) তো তাঁর হাত ধরে এখন ফ্যাশনে ইন। ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও নজর কাড়ল তাঁর পোশাক। বিশেষ করে নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পাগড়ি।

দেশজুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি শুরু করেছিল কেন্দ্র সরকার। জাতীয়বাদ ছড়িয়ে দিতে বাড়ি-বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় তাঁর পোশাকেও ছিল জাতীয়তাবাদের ছোঁয়া। প্রধানমন্ত্রী মাথায় দেখা গেল তেরঙ্গা আঁকা পাগড়ি। মনে করা হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ও হর ঘর তেরঙ্গা কর্মসূচির অংশ হিসেবেই এই পাগড়ি মাথায় চাপিয়েছিলেন তিনি। পোশাক হিসেবে ছিল সাদা কুর্তা ও নীল ওয়েস্টকোট। তবে এই প্রথমবার নয়, এর আগেও বারবার নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পোশাক। বিশেষ করে পাগড়ি।

গত বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল, তাঁর মাথায় ছিল কমলার উপরে লাল স্ট্রাইপের পাগড়ি। ২০২০ সালে গেরুয়া ও ক্রিম রঙের পাগড়ি ছিল মোদির মাথায়। তার আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী মাথায় ছিল রঙিন পাগড়ি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দিল্লির মসনদে বসার পর সেটাই ছিল লালকেল্লায় তাঁর প্রথম ভাষণ। তবে দিল্লির মসনদে প্রথমবার এসে ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর যখন প্রথমবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন, সেই সময় মোদি যোধপুরী বান্দনি পাগড়ি পরেছিলেন।

প্রসঙ্গত, ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে ১৩- ১৫ আগস্ট অবধি দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে গত ২ আগস্ট থেকে সোশ্যাল মিডিয়াতেও ডিপি বা প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি রাখার অনুরোধ করেন মোদি। সেই অনুরোধ রেখে বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*