বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতি নিয়ে একাধিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, ২০২০ সালে যে জাতীয় শিক্ষানীতির কথা ঘোষণা করা হয়েছিল, তা ভবিষ্যতে পথ দেখাবে।
মোদী ঘোষণা করলেন, দেশের আটটি রাজ্যের ১৪ ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁচ আঞ্চলিক ভাষায় পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। এই আঞ্চলিক ভাষার তালিকায় রয়েছে বাংলাও। অর্থাৎ এর পর থেকে বাংলাতেও ইঞ্জিনিয়ারিং পড়া যাবে। এর জন্য বিশেষ অনুবাদের ‘টুল’ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।
মোদী বক্তব্যে বলেন, ‘‘আঞ্চলিক ভাষায় শিক্ষা শুরু হলে দরিদ্র, পিছিয়ে পড়া পড়ুয়াদের সবচেয়ে সুবিধা হবে। কারণ, তাঁদের জীবনে ভাষা সবসময় বাধা হয়ে দাঁড়াত। আঞ্চলিক ভাষায় কারিগরি শিক্ষা চালু হলে তাঁরা আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।’’
Be the first to comment