মোদির বিদেশভ্রমণের খরচ জানলে চোখ কপালে উঠবে!

Spread the love

শেষ চার বছর অর্থাৎ ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত ২১ বার বিদেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। সরকারি তথ্য বলছে, মোদি ২০১৯ থেকে মোট ২১ বার বিদেশ যাত্রায় গিয়েছেন, যেজন্য তাঁর দেশের খরচ হয়েছে ২২.৭৬ কোটি টাকা! ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি মোট ৮টি সফর করেছেন। এজন্য দেশের খরচ হয়েছে ৬.২৪ কোটি টাকা। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে “মিনিস্টার অফ স্টেট ফর এক্সটারনাল অ্যাফেয়ার্স” ভি মুরলীধরন লিখিত ভাবে এই তথ্য জানিয়েছে।

সরকারি এই তালিকায় বিদেশমন্ত্রীরও ২০১৯ সাল থেকে ভ্রমণের খরচ-খতিয়ান দাখিল হয়েছে। তাঁর জন্য সরকারের খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। তবে তাঁর ট্যুরসংখ্যা সব ৮৬টি! কিন্তু ভ্রমণ সংখ্যায় বিদেশমন্ত্রীর চেয়ে পিছিয়ে থাকলেও খরচের বহরে প্রধানমন্ত্রীই তালিকার শীর্ষে। প্রায় ২৩ কোটি টাকা সরকারের খরচ হয়েছে শুধু প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ জোগাতেই! ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী জাপান গিয়েছেন ৩ বার, মার্কিন যুক্তরাষ্ট্রে ২বার, সংযুক্ত আরব আমিরশাহিতেও ২বার।

২০১৯ সাল থেকে রাষ্ট্রপতির ভ্রমণের যে খতিয়ান মিলেছে তাতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট বিদেশ ভ্রমণ করেছেন মোট ৮ বার। তবে তার মধ্যে ৭টি ট্যুরই করেছেন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু করেছেন মাত্র একটি অ্যাব্রড ট্রিপ। দ্রৌপদী মুর্মু গত সেপ্টেম্বর মাসে ব্রিটেন সফরে গিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*