পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাকিস্তানকে প্রত্যাঘাত এবার কি সময়ের অপেক্ষা? সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিশনে তৈরি ভারতের ৩ বাহিনী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে হাইভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান। বৈঠকে সেনাকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। নিন্দার ঝড় উঠেছে গোটা দুনিয়ায়। এখনও অধরা রয়েছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের এখনও ধরা যায়নি। হামলার প্রত্যাঘাতে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। ভারত কী জবাব দেবে? প্রশ্ন দেশবাসীর মনে।
এদিনের পর আগামীকাল অর্থাৎ বুধবারও হাইভোল্টেজ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওই বৈঠকেও থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান সহ আরও অনেকে। জানা গিয়েছে, মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসবে। বৈঠকে পর্যটনমন্ত্রী নীতীন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও থাকতে পারেন। এই বৈঠকে শেষে মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*