লন্ডন সফরে গিয়ে বুধবার লিঙ্গায়েত সমাজ সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ উল্লেখ্য, লিঙ্গায়েত ও বীরাশাইয়া লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে গত মাস থেকেই কেন্দ্রের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও তলানিতে ঠেকেছে কর্ণাটকের ৷
সম্প্রতি নিজেদের স্বতন্ত্র পরিচয় পেতে সিদ্দারামাইয়া সরকারের নেতৃত্বে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষরা ৷ তবে গেরুয়া শিবিরের দাবি, লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক সরকার সমাজকে বিভক্ত করতে চাইছে ৷ পাশাপাশি, বিজেপি এও আশঙ্কা করছে যে, লিঙ্গায়েতরা সংখ্যালঘুর মর্যাদা পেলে সুযোগ পাবে কংগ্রেসই ৷ তাহলে কী লিঙ্গায়েত সম্প্রদায়কে কাছে টানতেই মোদীর এ উদ্যোগ ? এমনটাই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।
Be the first to comment