
রোজদিন ডেস্ক, কলকাতা:-বাংলা নতুন বছরে বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বাংলায় তিনি লিখেছেন, ”পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি, এবছর আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।” বাংলা নববর্ষ ছাড়াও এই দিন বিভিন্ন রাজ্যের ক্যালেন্ডারে নতুন বছর পড়েছে। অসম, তামিলনাড়ু, কেরলে নববর্ষ উপলক্ষে সেসব রাজ্যের বাসিন্দাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাজ্যবাসীকে সম্প্রীতির কথা মনে করালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের ‘সেনাপতি’ লেখেন, ‘একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
মুর্শিদাবাদ, ভাঙড়ের পরিস্থিতি নিয়ে গোটা রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নববর্ষের শুভেচ্ছা বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, ‘এক হই সকলে। আশা, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি। হিংসা, বিদ্বেষ এবং ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমাদের একতাই সবচেয়ে বড় শক্তি। নতুন বছর যেন খুশি, উন্নতি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে সকলের জন্য।’
অন্যদিকে, এদিন সকালে ফেসবুকে নিজের লেখা ও সুর দেওয়া গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি লিখেছিলেন, ‘শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রত্যেক মানুষ। শুভনন্দন।’ যদিও মমতার শুভেচ্ছা বার্তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায় ‘শুভনন্দন’ না বলে ‘বরাহ নন্দনদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
Be the first to comment