রামনবমীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদির, বিশেষ বার্তা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষ্যে মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন সকালেই দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন রামনবমীর। সেই সঙ্গে দিয়েছেন বিশেষ বার্তাও।

 

রবিবার সকালে মোদি তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘সবাইকে রামনবমীর শুভেচ্ছা! প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক এবং আমাদের সকল প্রচেষ্টায় পথ দেখাক।’ আর রামেশ্বরমে দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেকথাও পোস্টে জানিয়েছেন তিনি।

 

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সকালে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের আবেদন জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ‘রামনবমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাই। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার এবং সমুন্নত রাখার আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনের সাফল্য কামনা করছি।’
প্রসঙ্গত, রামনবমী উপলক্ষ্যে রাজ্যে বিজেপির যেমন মিছিল রয়েছে, তেমনই পথে নামছে তৃণমূলও। তাই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে রাজ্যের প্রশাসন। জেলায় জেলায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*