সব পণ্যের এক জিএসটি হতে হতে পারে না। জিএসটির বর্ষপূর্তির দিনে কংগ্রেসকে কটাক্ষ মোদির। খাদ্য ও অত্যাবশ্যকীয়-সহ যাবতীয় পণ্যের ওপর জিএসটির কর-হার ১৮ শতাংশে বেঁধে দেওয়ার দাবি জানিয়েছিল কংগ্রেস। প্রধানমন্ত্রীর মতে, এটা কখনই সম্ভব নয়। সব পণ্যে জিএসটি-র হার একই হতে পারে না। তাহলে সব জিনিসের ওপরে ১৮ শতাংশ জিএসটি বসাতে হয়। কিন্তু মার্সিডিজ আর দুধের জিএসটির হার কখনই এক হতে পারে না। তিনি আরও বলেন, জিএসটি চালু হওয়ার ফলে ১৭ ধরনের কর ও ২৩ রকমের সেস উঠে গিয়েছে। তার পরিবর্তে এসেছে একটাই ট্যাক্স। জিএসটির ফলে কর কমেছে চাল, গম, চিনি, মশলাপাতি-সহ প্রায় ৪০০টি পণ্যের। জিএসটির দৌলতেই পরোক্ষ করের আদায়ের পরিমাণ ৭০ শতাংশ বেড়েছে। অন্যদিকে বর্ষপূর্তির সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, নোট বাতিলের মতো জঘন্য কাজ করেছে সরকার। আর জিএসটি-র মতো বড় কাজ অত্যন্ত পরিকল্পনাহীন ভাবে রূপায়ন করা হয়েছে। জিএসটি পরিকাঠামো, হার, ব্যবস্থাপনায় প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। ব্যবসায়ী, রফতানিকারক, সাধারণ মানুষের কাছে আতঙ্কের শব্দ হয়ে উঠেছে জিএসটি। এত কিছুর পরেও কিভাবে জিএসটি দিবস উজ্জাপন করছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন তুলেছেন তিনি
Be the first to comment