আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

ভারতই বিনিয়োগের একমাত্র গন্তব্য। আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলন ২০১৭ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই শিল্পোদ্যোগীদের ভারতে এসে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকা কথা জানান প্রধানমন্ত্রী মোদী। পুরানের গার্গী থেকে ঝাঁসির রানি, কল্পনা চাওলা, সুনীতি উইলিয়ামসের উদাহরণও উঠে আসে নমোর বক্তব্যে।

এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। এদিন বক্তৃতার শুরুতেই ইভাঙ্কা বলেন, ভারত সবসময় হোয়াইট হাউসের বন্ধু। দক্ষিণ এশিয়ায় প্রথম এই সম্মেলন হওয়ার জন্য ট্রাম্প সরকারকে ধন্যবাদ দিতে ভোলেননি মোদী। সাংস্কৃতি এবং ঐতিহ্যই ভারতের উন্নয়নের ভিত বলে জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে যোগ দিবসের কথাও। মঙ্গলযান পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহিলা বিজ্ঞানীরা। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস এবং কল্পনা চাওলার উল্লেখযোগ্য অবদানের কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে জিএসটি প্রসঙ্গও। তিনি বলেন জিএসটির মতো সাহসী পদক্ষেপ নিয়ে দেশবাসীর কল্যান করেছে কেন্দ্রীয় সরকার।

ছবি সৌজন্যে(প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*