রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে বার্তালাপ পুনরায় শুরু করার আর্জি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি লিখে এই আর্জি জানিয়েছেন ইমরান।
ওই চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাক-বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশীর সঙ্গে একটি যুগ্ম বৈঠকের আর্জি জানিয়েছেন ইমরান। নতুন সরকার গঠনের পর পাক-মন্ত্রকের তরফে এটিই প্রথম দ্বিপাক্ষিক স্তরের বৈঠকের প্রস্তাব। গত ২০ অগস্ট মোদী একটি চিঠিতে জানিয়েছিলেন ইসলামাদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। শান্তি বজায় রাখতে ভারত সর্বদা প্রস্তুত, জানিয়েছিলেন মোদী।
২০১৬ সালে উরিতে সন্ত্রাসবাদী হামলার পরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। ভারত এর আগেও সাফ জানিয়ে দিয়েছিল যে সন্ত্রাসমূলক কোনও কাজের সঙ্গেই আপোষ করবে না দিল্লি। এখন দেখার কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে কোনও উন্নতি হয় কিনা।
Be the first to comment