প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে কোনও বৈঠক হচ্ছে না। কিরঘিজস্তানে সাংহাই কর্পোরেশনের শিখর বৈঠকের আগে আজ এ কথা জানাল বিদেশমন্ত্রক ।
১৩ ও ১৪ জুন শিখর সম্মেলন হওয়ার কথা। সেখানে মোদী ও ইমরানের বৈঠক হওয়ার জল্পনা চলছিলো। বিদেশমন্ত্রক আজ এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলো। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “আমি যতদূর জানি, এই শিখর সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনও বৈঠক হওয়ার কথা নেই ।”
পাকিস্তান বিদেশমন্ত্রকের সচিব সোহেল মাহমুদ তিনদিনের সফরে গতকালই ভারতে এসেছেন । তিনি ইদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজ়িদে প্রার্থনা করেন । পুলওয়ামা বিস্ফোরণের পর এই প্রথম ভারতে পদার্পণ করলেন পাকিস্তানের বিদেশ সচিব । কূটনৈতিক মহলে ধারণা, ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় বসতে পারেন সোহেল । কিন্তু তার আগেই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “এটি ওঁর ব্যক্তিগত ভ্রমণ । কোনও বৈঠক হওয়ার কথা নয় ।”
গত এপ্রিলে লোকসভা ভোটের আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, “ভারতের সঙ্গে শান্তি প্রসঙ্গে আরও একবার বৈঠক করতে আগ্রহী, যদি ভোটে মোদির বিজেপি জয়লাভ করে ।” লোকসভা ভোটের পর গতকাল পাকিস্তানের বিদেশসচিব দেশে পদার্পণ করেন।
Be the first to comment