রাষ্ট্রসংঘের সাধারন অধিবেশনে একই দিনে বক্তব্য রাখবেন মোদী ও ইমরান

Spread the love

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একই দিনে বক্তৃতা দিতে চলেছেন নরেন্দ্র মোদী ও ইমরান খান। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আর অধিবেশনের চতুর্থ দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ও ইমরান খান। দ্বিতীয়বার সরকার গঠনের পর এটাই হবে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী মোদির প্রথম ভাষণ। অধিবেশনে থাকবেন বিশ্বের ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধান ও ৩০টিরও বেশি দেশের বিদেশমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে মোদি অ্যামেরিকায় পৌঁছাবেন ২৪ সেপ্টেম্বর । সেখানে তাঁকে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশনের তরফে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ও স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য এই সম্মান দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গান্ধী শান্তি উদ্যানের উদ্বোধন করবেন। ১৫০তম গান্ধি জয়ন্তী উপলক্ষে উদ্যানটি তৈরি করেছে নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় ও শান্তি ফান্ড নামে এক NGO। গান্ধীজয়ন্তী উপলক্ষে ১৫০টি গাছ লাগানো হয়েছে উদ্যানটিতে ।

এদিকে, বিশেষজ্ঞদের মত, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে একই দিনে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই এই বিষয়ে বিভিন্ন সময়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান । রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকলেও তাতে মুখ পোড়ে পাকিস্তানের । চিন ছাড়া কোনও দেশেরই সমর্থন পায়নি পাকিস্তান । নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পোল্যান্ডের থেকে উলটে তিরস্কৃত হয়েছে পাকিস্তান । তারপরও কাশ্মীর ইশু নিয়ে রাষ্ট্রসংঘে হলফনামা জমা দেয় পাকিস্তান । এই পরিস্থিতে মোদিকে একই মঞ্চে পেয়ে কাশ্মীর ইশু নিয়ে ইমরান যে মুখ খুলবেন তা মোটামুটি নিশ্চিত । মোদির ভাষণের পরে ইমরান খান ভাষণ দেবেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*