ভারত চায় নতুন প্রধানমন্ত্রী কড়া হাতে জঙ্গিদের দমন করুন, ইমরান খানকে একথাই মনে করালেন মোদী

Spread the love
ভারত চায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কড়া হাতে জঙ্গিদের দমন করুন । চিঠি লিখে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে একথা মনে করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
ভোটে জেতার পরেই ইমরান খান ভাষণে বলেছিলেন, ভারত যদি বন্ধুত্ব করতে এক পা এগিয়ে আসে, আমি দুই পা এগব। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যুর পরে ইমরান বলেন, তিনি দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা করেছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।  মোদীও আগে ফোন করে ইমরানের সঙ্গে ভারতীয় উপমহাদেশে শান্তি ও উন্নয়ন নিয়ে কথা বলেন। এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে অভিনন্দনও জানিয়ে চিঠি লিখেছেন । তাতে আছে, দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসমুক্ত করতে আমরা পাকিস্তানের সহযোগিতা আশা করি ।
একইসঙ্গে মোদী লিখেছেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে মিলেমিশে থাকতে চাই । আশা করি আগামী দিনে নানা উন্নয়নমুলক কাজে দুই দেশ একসঙ্গে অংশ নেবে ।
গত শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে ইমরান ভারতে তাঁর তিন বন্ধু খেলোয়াড়কে আমন্ত্রণ করেছিলেন। তাঁরা হলেন সুনীল গাভাসকর, কপিল দেব ও নভজ্যোৎ সিং সিধু। অনুষ্ঠানে সিধুকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রশাসনিক প্রধানের সঙ্গে বসতে দেওয়া হয়েছিল। তাঁকে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও আলিঙ্গন করতে দেখা গিয়েছে। ভারতে বিজেপি তো বটেই এমনকী সিধুর নেতা, পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিংও তাঁর সমালোচনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*