বিশেষ প্রতিনিধি,
রবিবার কর্নাটকের চিত্রদুর্গা জেলার প্রকাশ্য জনসভায় বিধানসভা নির্বাচনের প্রচারে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ কংগ্রেস শুধু জানে সুলতানদের জন্ম জয়ন্তী পালন করতে৷ তারা ভুলে যায় কাদের মনে রাখতে হবে আর কাদের নয়।
এদিন প্রধানমন্ত্রী বলেন, চিত্রদুর্গার নেতা নিজলিঙ্গাপ্পাজি নেহরুর সমালোচনা করায় তাঁকে অপমানিত হতে হয়েছিল। বাবাসাহেব আম্বেদকরকেও অপমান করেছিল কংগ্রেস। কারণ কংগ্রেস দলিতদের কথা ভাবে না। তারা শুধু চুক্তির কথাই ভাবে।
মোদি আরও বলেন, চিত্রদুর্গাতেই জয় জওয়ান, জয় কিষাণ স্লোগানের ঠিক অর্থ বোঝা যায়। এই ভূমি বিজ্ঞানীদের ভূমি। খুব শিগগিরি চিত্রদুর্গা বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠতে চলেছে। কারণ চন্দ্রযান–২–এর উৎক্ষেপণের জন্য চিত্রদুর্গাতেই শাখা খুলবে ইসরো।
খরা অধ্যুষিত এই জমিতে সব রকম বাধা কাটিয়ে চাষে নতুন পদ্ধতি আবিষ্কার করে ইতিহাস সৃষ্টি করেছেন চিত্রদুর্গার কৃষকরা। অথচ কংগ্রেস সেখানে এতদিন ভোট ব্যাঙ্কের রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন মোদি।
কংগ্রেস ভোটের কথা মাথায় রেখে সব নাটক করছে বলেও মোদীর অভিযোগ৷ তাঁর মতে, ভোটব্যাঙ্কের রাজনীতি করছে হাত শিবির৷ এই মাটির শত্রুদের জন্মদিন পালন করতেই তারা ব্যস্ত৷ এই ভূমির সন্তানদের প্রতি খেয়ালই নেই তাঁদের৷ এর ফলে চিত্রদুর্গার মানুষদের কংগ্রেস অপমান করছে বলেও কটাক্ষ করেন তিনি৷
দলিতদের পাশে দাঁড়ানোর নামে মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস বলে এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
Be the first to comment