এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, কটাক্ষ প্রধানমন্ত্রীর

Spread the love

লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি বলেন, এতবার হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি। গত সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ ওই অধিবেশনের শুরুতে প্রথামাফিক ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেই ভাষণের ধন্যবাদ দিতে আজ লোকসভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি কংগ্রেসকে আক্রমণ করেন ৷

প্রধানমন্ত্রী এদিন নিজের ভাষণে কংগ্রেসের নির্বাচনী ইতিহাস তুলে ধরেন ৷ কোন কোন রাজ্যে কংগ্রেস শেষ কবে ভোটে জিতেছে, তার উদাহরণ দেন তিনি ৷ তাঁর অভিযোগ, দেশে অনেক পরিবর্তন হয়েছে ৷ কিন্তু কংগ্রেস তা দেখতে পায় না কারণ, তাদের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই ৷

কংগ্রেসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ২০১৪ সালে আটকে রয়েছেন ৷ দেশের জনতা আপনাদের চিনে নিয়েছে ৷ কিছু লোক আগামিদিনেও চিনে নেবে ৷ কিন্তু তার পরও কংগ্রেসের অহঙ্কার যায়নি বলে তিনি তোপ দাগেন ৷

মোদী আরও বলেন, গোয়ায় ১৯৯৪-তে কংগ্রেস জয়ী হয়েছিল, ২৮ বছরেও আর প্রবেশ করতে পারেনি। ত্রিপুরায় ৩৪ বছর আগে ১৯৮৮ সালে কংগ্রেস শেষবার জিতেছিল বলে উল্লেখ করেন মোদী। এ ছাড়া, ১৯৮৫ সালে উত্তর প্রদেশে, আর পশ্চিমবঙ্গে ৫০ বছর আগে ১৯৭২ সালে কংগ্রেসকে শেষবার মানুষ ভোট দিয়েছিল বলে উল্লেখ করেন। তামিলনাড়ুতেও কংগ্রেসের অবস্থা খারাপ হবে বলে খোঁচা দেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*