অমিত শাহের পর রাজ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শাহ এসেছিলেন পুরুলিয়ায় আর মোদি যাবেন মেদিনীপুরে। সবঠিকঠাক থাকলে ১৬ জুলাই রাজ্যে পা রাখবেন তিনি। সম্প্রতি, ধান সহ ১৪ টি খারিফ শস্যের সহায়ক মূল্য বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র। ওই দিন মেদিনীপুরে সভা করবে বিজেপি। সেখানেই প্রধানমন্ত্রীকে সহায়ক মূল্যবৃদ্ধি নিয়ে সংবর্ধানা দেবে রাজ্য বিজেপি। তাছাড়া লোকসভা ভোটের আগে কৃষকবিরোধী তকমা পুরোপুরি মুছে ফেলতে চান মোদি নিজেও। সেজন্য রাজ্যে রাজ্যে প্রচারে নিজেই যেতে চাইছেন। সেই তালিকায় পশ্চিমবঙ্গকেও বিশেষ গুরত্ব দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে ঠিক ছিল ১৩ জুলাই রাজ্যে আসবেন মোদি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি সম্ভব নয় বলে জানায় রাজ্য বিজেপি। এরপরেই ১৩ তারিখ পরিবর্তন করে ১৬ তারিখ করা হয়।
Be the first to comment