দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্যালেস্তাইন সফরে নরেন্দ্র মোদী

Spread the love

শুক্রবার, বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সফরে যাওয়ার আগে নমো বলেন, আমার কাজের প্রয়োজনে সারা ভারতে ঘুরে বেড়াতে হয় এবং মানুষের সঙ্গে কথা বলে সুখ-দুঃখের বিষয়ে খোঁজ নিতে হয়। এতে আমি তরতাজা হয়ে উঠি। এর ফলে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়ে আমার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে মোদী বলেন, সংযুক্ত আরব আমিরশাহীতে ৩০ লক্ষেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করেন। ভারতীয় সম্প্রদায় দু’দেশের মধ্যে মেলবন্ধন করেছে। আশা করি আমার সফরের মাধ্যমে সেই সম্পর্ক আরও উন্নত হবে।

প্রসঙ্গত, শুক্রবার থেকে প্রধানমন্ত্রীর জর্ডন, প্যালেস্তাইন, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান সফর শুরু হয়েছে। এদিন জর্ডনের রাজধানী আম্মানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের পর তিনি প্যালেস্তাইনের ওয়েস্টব্যাঙ্কের রামাল্লা শহরে যাবেন। এই প্রথম প্যালেস্তাইন সফরে যাবেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের সংযুক্ত আরব আমিরশাহী যাবেন। এরপর রবিবার তাঁর ওমানে যাওয়ার কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*