রবিবার উত্তরপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে লখনউতে ৬০ হাজার কোটি টাকা মূল্যের ৮১টি প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শীর্ষ শিল্পপতিদের উপস্থিতিতে ‘রাইসিং ইউপি, পাওয়ারিং নিউ ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠানে হাজির হন নমো। ২০১৮ সালে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে মোট ১,০৪৫টি মউ স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে এদিন ৮১টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, বর্তমানে মোবাইল প্রস্ততকারী হাব হিসেবে উঠে আসছে দেশ। উত্তরপ্রদেশ এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। ৫০টির বেশি মোবাইল প্রস্তুতকারী সংস্থা উত্তরপ্রদেশে রয়েছে। বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী কারখানাও এখানেই উঠে এসেছে। শিল্পপতিদের সঙ্গে তাঁর সখ্যতা ও কর্পোরেটদের ঋণ মকুব করার অভিযোগ তুলে অতীতে বহুবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে বিরোধীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করেন প্রধানমন্ত্রী বলেন, তাঁর উদ্দেশ্য যদি স্বচ্ছ হয়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যারা পর্দার আড়ালে থাকে, তাদেরই ভয় পাওয়া উচিত।
Be the first to comment