রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ১০ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট এই এআই সামিটে তিনি অংশ নেবেন মোদি।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “এই এআই শীর্ষ সম্মেলন ভারতের পাশাপাশি আমেরিকা, চিন এবং উপসাগরীয় দেশগুলিও সঙ্গেও আলোচনার সুযোগ তৈরি করবে। ম্যাক্রোঁ বলেন, ‘আমেরিকা, চিন, ভারতের পাশাপাশি আরব দেশগুলিও এআই সম্মেলনে অংশ নেবে এবং এআই প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণে এই দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফ্রান্সের এআই অ্যাকশন সামিট, ১০ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য ইউরোপকে ‘নেতৃস্থানীয় এআই মহাদেশ’ হিসাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরা।”
প্রসঙ্গত, এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ বৈঠকটি হয়েছিল গত বছর ১৮ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের সময়। জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফর এবং জুনে ইতালিতে জি-৭ সম্মেলনের এই দুই নেতার দেখা হয়েছিল তৃতীয় বৈঠকের পরে।
ফ্রান্সের রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত-সহ প্রায় ৯০টি দেশকে এই এআই অ্যাকশন সামিটে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনে, ভুল তথ্য ছড়ানো এবং এআই এর অপব্যবহারের বিষয়েও আলোচনা করা হবে। ভারতের প্রশংসা করে ম্যাক্রোঁ বলেন, “ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং এই দেশের জনগণের জীবনে প্রভাব ফেলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এআই সম্মেলনটি প্যারিসের গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হবে। এতে একাধিক প্রথম সারির রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক কর্তা, বিভিন্ন কোম্পানির সিইও এবং অ্যাকাডেমিয়া, এনজিওর সদস্যরা অংশ নেবেন।
Be the first to comment