আমি বাংলায় আসল পরিবর্তন দেখতে পাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি, চারদিকে খালি বিজেপিই দেখতে পাচ্ছিঃ নরেন্দ্র মোদী

Spread the love

নন্দীগ্রামে যখন নিজের আসনে ভোট ‘করাচ্ছেন’ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে মমতার বিরুদ্ধে তুমুল আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

তিনি এদিন বলেন, ‘আমি বাংলায় আসল পরিবর্তন দেখতে পাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি, চারদিকে খালি বিজেপিই দেখতে পাচ্ছি। বিজেপির ঝড় চলছে বাংলার পূণ্যভূমিতে।’ নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ তুলে মমতা যখন আদালতে যাওয়ার কথা বলছেন, তখন মোদি বললেন, ‘দিদির তৃণমূল কুল নয়, বাংলার মানুষের জন্য শূল তৃণমূল। আমি বলে রাখছি, বাংলায় বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে।’

পাশাপাশি দেশের অ-বিজেপি নেতা-নেত্রীদের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কাল চিঠি লিখে সমর্থন চাইছেন ৷ যাঁরা দিদির নজরে বহিরাগত, যাঁদের দেখা করার সময়ও দিতেন না ৷ এখন তাঁদের সমর্থন চাইছেন ৷’’ এর পরই তাঁর কটাক্ষ, দশ বছর ঠিক করে সরকার চালালে এসব করার দরকার পড়ত না ৷

তিনি আরোও বলেন, ‘দ্বিতীয় দফায় প্রচুর মানুষ ভোট দিচ্ছেন। চার দিকে বিজেপি-র ঢেউ। তাই বলে দিচ্ছি, বাংলায় আর রক্তের খেলা চলবে না। অত্যাচারের খেলা চলবে না, ভ্রষ্টাচারের খেলা চলবে না।’ এদিন মোদী বলেন, ‘দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম চলে গিয়েছেন। নন্দীগ্রামে গিয়ে মনে হল ভুল করে ফেলেছেন। এখনও পর্যন্ত ভোটদানের গতিপ্রকৃতিতে স্পষ্ট, বাংলার হয়ে কাজ করে দিচ্ছে নন্দীগ্রাম।’

এদিন জয়নগরের সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্থানীয় ইতিহাস ও এলাকার প্রসিদ্ধ দেবী ধন্বন্তরী কালী ও বনদুর্গার নাম উল্লেখ করেন ৷ স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া জয়নগরের কানাইলাল ভট্টাচার্যের নামও বললেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*