দু’দিনের চিন সফরে শুক্রবার প্রথম বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। হুবেই প্রদেশের মিউজিয়ামে মোদীকে এদিন নিজেই স্বাগত জানান চিনের প্রেসিডেন্ট। হুবেই প্রদেশের নিজস্ব সাংস্কৃতিক রীতি মেনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অভ্যর্থনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীকে জিনপিং বলেন, হুবেই প্রদেশে তিনি কখনও আসেননি। তাই এই জায়গাটিকেই তাদের সাক্ষাতের জন্য বাছা হয়েছে।
পাশাপাশি, জিনপিংকে মোদী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ইউহানে এসেছেন তিনি। চিন ও ভারতের একটি বিষয়ে মিল রয়েছে। নদীকেন্দ্রীক সভ্যতাকে ঘিরেই দুই দেশ বেড়ে উঠেছে। হুবেই মিউজিয়ামে প্রথম দফার বৈঠকের পর এদিন সন্ধ্যায় আরেক দফা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট জিনপিং। তারপর একসঙ্গে ডিনার করবেন তারা।
এদিকে প্রধানমন্ত্রীর চিন সফরকে ‘নো এজেন্ডা’ মিট বলে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Be the first to comment