বিজ্ঞান ভবনে এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও জর্ডনের সম্রাট

Spread the love

আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কোনও ধর্মের বিরুদ্ধে নয়। বিজ্ঞান ভবনে এক আলোচনাসভায় একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারত সফররত জর্ডনের সম্রাট আবদুল্লাহ। এদিন মোদী বলেন, আমরা কোনও ধর্মের বিরোধী নই। বরং সেই ভাবনার বিরোধী ‌যা ‌যুবকদের চরমপন্থায় উদ্বুদ্ধ করে বিপথে চালিত করে।‍ সমস্ত ধর্ম মানবতার প্রচার করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি, ভারত ‌যে বিশ্বের সমস্ত প্রধান ধর্মকে স্থান দিয়েছে, তাও মনে করে দেন তিনি। ভারতীয় সংস্কৃতিতে বহুত্ববাদের গ্রহণ‌যোগ্যতার ঐতিহ্যও মনে করিয়ে দিয়েছেন নমো। প্রধানমন্ত্রীর কথায়, সমস্ত ধর্ম মানবতার প্রচার করে। তাই আমাদের ‌যুবাদের মানবিক বোধে উদ্বুদ্ধ হওয়া উচিত। ইসলামে প্র‌যুক্তির ব্যবহার আরও বাড়া উচিত‍।

এদিন প্রধানমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করে সম্রাট আবদুল্লা দ্বিতীয় বলেন, ‌সেই আস্থাকে অনুসরণ করা উচিত ‌যা মানুবতাকে দৃঢ় করে।‍ আস্থা আমাদের সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে ‌যায়।‍ ঘৃণা ছড়ায় এমন মতবাদকে প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেন জর্ডনের সম্রাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*