কাশীতে একজনেরই সরকার রয়েছেঃ নরেন্দ্র মোদী

Spread the love

কাশীতে একজনেরই সরকার রয়েছে। যাঁর হাতে ডমরু রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর প্রজেক্টের উদ্বোধনে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন বলেন, ‘বাবা বিশ্বনাথের ইচ্ছাতেই এখানে সব হয়।তিনি চেয়েছেন বলেই এই কাজ সম্ভব হয়েছে।’

এদিন সকালে কাল ভৈরব মন্দির থেকে অলকানন্দা ক্রুজে ললিতা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি যাবেন কাশী বিশ্বনাথ ধামে। সোমবারই কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে গঙ্গাঘাটের সংযোগ ঘটাবে। ৩৩৯ কোটি টাকার এই প্রকল্প উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে এই করিডর প্রকল্পের উদ্বোধন ঘিরে বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ভব্য কাশী, দিব্য কাশী’।

বারাণসীতে এদিন গঙ্গায় ডুব দিয়ে পুজো করতে দেখা যায় মোদীকে। গঙ্গাজল কলসে ভরার পর সূর্যপুজো করেন তিনি। এরপর তিনি পায়ে হেঁটে পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী। পুজোর সঙ্গে আরতিও করেন প্রধানমন্ত্রী।

এদিন প্রথমে কাল ভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে বারাণসী। প্রধানমন্ত্রীকে দেখতে বারাণসী ঘাটের দু’পাশে দেখা গিয়েছে মানুষের ঢল।

সোমবার সকালে বিশেষ বিমানে বারাণসী বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটির হেলিপ্যাডে নামেন। তারপর সেখান থেকে সোজা কাল ভৈরব মন্দির পরিদর্শনে যান। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্রের সঙ্গে গর্ভগৃহে প্রবেশ করে পুজোও দেবেন। তারপরই ৩৩৯ কোটি টাকার প্রকল্পের প্রথম পর্যায় করিডর প্রকল্পের উদ্বোধন করবেন। ললিতা ঘাট থেকেই প্রধানমন্ত্রী করিডরে প্রবেশ করবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরের উত্তর দিকের গেট দিয়ে সোজা মন্দিরে প্রবেশ করবেন। প্রধানমন্ত্রী নিজে গঙ্গা থেকে জল নিয়ে ১৩ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ শিবলিঙ্গে ঢালবেন বলেও সূত্রের খবর। বিশ্রাম নেবেন কাশী বিশ্বনাথেক গেস্ট হাউজে।

৩৩৯ কোটি টাকার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রায় ৫ লাখ স্কোয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি হওয়া মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে। যার মধ্যে রয়েছে- যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, ফুড কোর্ট, টিকিট কাউন্টার, সংগ্রহশালা, পুজোর সামগ্রীর দোকান, থাকছে। এছাড়া ৪০টি পুরোনো মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে। বারাণসীর জেলাশাসক বলেন, ‘করিডরের উদ্বোধনের পর সমস্ত মন্দির ও ভবন ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। প্রায় ২-৩ ঘণ্টা ধরে অনুষ্ঠান চলবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে নির্মিত এই বিশেষ প্রকল্পের মাধ্যমে কাশী বিশ্বনাথ মন্দির দেশ ও বিশ্বের কাছে ‘নতুন ধাম’ হিসাবে উপস্থাপিত হবে বলে দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর আরও সংযোজন, ‘এই ধাম বারাণসীকে বিশ্বের দরবারে একটি নতুন পরিচয় দেবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*