মোদীকে এবার সরাসরি হুমকি দিলেন অরবিন্দ কেজরিওয়াল

Spread the love

সাহস থাকলে সাহারা-বিড়লা, রাফাল ফাইল দেখান, আমরা আপনাকে জেলে পাঠাব। এভাবেই প্রধানমন্ত্রীকে সরাসরি হুমকি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির ন্যাশনাল কাউন্সিল মিটিংয়ে তিনি আরও বলেন, দিল্লি সরকারের ৪০০ ফাইল খুঁটিয়ে পরীক্ষা করেছে কেন্দ্র। তবুও কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেনি।

প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন দিল্লি সরকারের সততার প্রশংসা করতে। কেন্দ্র যদি আমাদের ফাইল পরীক্ষা করতে পারে, আমাদেরও অধিকার আছে কেন্দ্রের ফাইল পরীক্ষা করার। আমরাও মোদিক চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে সাহারা-বিড়লা, রাফাল সহ চারটি ফাইল দেখাক। বিশেষ করে এই দুটি। আমরা আপনাকে জেলে পাঠাবই। কেজরিওয়ালের দাবি, গত সাড়ে চার বছরে দিল্লির সরকারকে অপদস্থ করার কোনও চেষ্টা বাদ দেয়নি কেন্দ্রীয় সরকার। দেশে জনগণের দ্বারা নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীর একজন পিয়নকেও বদলি করার ক্ষমতা নেই। দেশ কেন পৃথিবীতেও এমন নজির নেই। ক্ষমতাহীন দায়িত্ব নিয়েও কাজ করে চলেছি।

মনীশ শিশোদিয়া, সত্যন্দর জৈনের কাজের প্রশংসাও করে বলেন কত বিরোধীতার মধ্যে কাজ করতে হয়েছে, সেটা আমরাই জানি। সিবিআই, পুলিশ, ইডি কাউকেই সবাইকে পিছনে লাগিয়েই কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেন। কংগ্রেসও কম যায়নি। যখনই সিবিআই বা ইডি রেড করেছে, কংগ্রেস মিষ্টি বিতরণ করতে নেমে পড়েছে রাস্তায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*