শবরীমালা মন্দিরে নিষিদ্ধ বয়সী মহিলাদের প্রবেশ নিয়ে উত্তপ্ত গোটা কেরল। ব্যাপক হিংসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত রবিবারের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি।
এদিকে সিপিএম বিধায়ক এ এন শামসেরের বাড়িতে বোমা মারা হয়েছে শুক্রবার রাতে। কান্নুরের থালাসেরির মাদাপিডাকাইলে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বাইকে চেপে এসে বোমা মারে। শামসের জানিয়েছেন, রাজ্য হিংসা ছড়াতে এটা আরএসএসের ষড়যন্ত্র। সেসময় থালাসেরিতে শবরীমালা নিয়ে হিংসার পর বামনেতারা শান্তি ফেরাতে সভা করছিলেন। থালাসেরিতে সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক শশি এবং সিপিএমের কর্মী বিশাখের বাড়িতে বোমা মারা হয়েছে। আদুরে স্থানীয় এক সিপিএম নেতার দুটি দোকান ও বাড়িতে বোমা মারা হয়েছে। মোট সাতজন আহত হয়েছেন এই ঘটনায়।
এদিকে কান্নুরের ইরিত্তিতে ছুরি মারা হয়েছে এক সিপিএম কর্মীকে। কোজিকোড়ে বোমা মারা হয়েছে এক সিপিএম কর্মীর বাড়িতে। থালাসেরিতে বোমা মারা হয়েছে বিজেপি সাংসদ ভি মুরলীধরনের বাড়িতেও। কান্নুরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আরএসএসের একটি অফিসেও। হিংসার প্রেক্ষিতে পান্ডালাম, আদুর এবং কোদুমনে জারি হয়েছে ১৪৪ ধারা। সংঘর্ষে শবরীমালা কর্মসমিতির এক কর্মী চন্দ্রন উন্নিথানের মৃত্যুর পর পান্ডালামে ব্যাপক হিংসা হয়েছে। হিংসায় জড়িত ২০ জনকে কান্নুর পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। সবমিলিয়ে গ্রেফতার ১৮০০ জনেরও বেশি।
Be the first to comment