শনিবার কলকাতায় আসছেন মোদী, রয়েছে একাধিক কর্মসূচী

Spread the love

আগামী শনিবার দুপুরের পরেই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কলকাতায় আসছে নমো। তাই তাঁর এই সফর ঘিরে রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

তবে একটি সরকারি কাজেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রধান কর্মসূচি থাকছে রবিবার কলকাতা বন্দরের দেড়শো বছরের পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন। মূলতঃ এই অনুষ্ঠানের জন্যই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। তবে একই সঙ্গে থাকছে আরও পরিকল্পনা।

শনিবার শহরে এসে মোদী প্রথমে যাবেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের একটি পেন্টিং মিউজিয়ামের উদ্বোধনে। এই মিউজিয়াম উদ্বোধন হবে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। সেখান থেকে তিনি যাবেন মিলেনিয়াম পার্কে। এরপর হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরেই থাকছে শনিবারের শেষ সফর। বেলুড় মঠ যাবেন প্রধানমন্ত্রী। এরপর পরিকল্পনা অনুযায়ী রাজভবনে রাত কাটাবেন তিনি।

পরের দিন রবিবার সকাল ১০ টা নাগাদ নেতাজি ইন্ডোরে বন্দরের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। যদিও রাজ্য বিজেপি জানিয়েছিল তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সংবর্ধনা দিতে চায়। কিন্তু আদৌ তা কতদূর সম্ভব হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে মোদীকে কালো পতাকা দেখানোর কথা ঘোষণা করেছে সিপিএম-সহ বাম দলগুলি। পড়ুয়াদের একাংশ আবার বিমানবন্দর অবরোধেরও ডাক দিয়েছে। সব মিলিয়ে সরগরম হয়ে রয়েছে মোদীর এবারের কলকাতা সফর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*