প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির থাকবেন ফিরহাদ হাকিম

Spread the love

শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্য সরকারের পক্ষ থেকে দমদম বিমানবন্দরে হাজির থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷অর্থাৎ মোদীকে স্বাগত জানাবেন কলকাতার মেয়র৷

লোকসভা ভোটের পর এই প্রথম কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী৷ শনি ও রবিবার একাধিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি৷ অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে পারে বিভিন্ন সংগঠন৷

সূত্রের খবর, বিক্ষোভ এড়াতে প্রধানমন্ত্রীর সফরসূচি বদল হয়েছে৷ প্রথমে ঠিক ছিল শনিবার বিকেল ৫টার সময় দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি৷ তারপর বিমানবন্দর থেকে সড়কপথে সোজা যাবেন রাজভবনে৷ কিন্তু জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টার পরিবর্তে দেড় ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুধু তাই নয়, সড়কপথে না গিয়ে,দমদম বিমান বন্দর থেকে আকাশপথে রেসকোর্স হেলিপ্যাড ময়দানে পৌঁছবেন তিনি৷ সেখান থেকে পৌঁছবেন রাজভবনে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার আগেই শহরে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজি। তারা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর যাত্রাপথের নিরাপত্তা৷ ইতিমধ্যেই কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক করেছেন এসপিজি৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শহরে পা রাখলেই,তাকে বিক্ষোভ দেখাবে বিভিন্ন সংগঠন৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক মোদী’ আওয়াজ তুলবে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী মানুষ৷ এছাড়া রয়েছে কিছু রাজনৈতিক দলও৷ যেমন,সিপিএম-কংগ্রেস-সিপিআইএমএল লিবারেশনের মতো দল৷

আগামীকাল শনিবার বিকালে বিমানবন্দর লাগোয়া কৈখালিতে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে জমায়েতের ডাক দিয়েছে একটি সংগঠন৷ এছাড়া ধর্মতলায় জমায়েত এবং রাজভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী সংগঠন৷ যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন তার স্পেশাল প্রোটেকশন গ্রুপের(এসপিজি),তাছাড়া কলকাতা পুলিশের কমান্ডো বাহিনী-সহ পদস্থ কর্তারা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*