কলকাতায় পৌঁলেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স পৌঁছালেন তিনি।
মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য ছিলেন ফিরহাদ হাকিম। উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়ও। গোলাপ ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হচ্ছে প্রধানমন্ত্রীকে।
জানা গিয়েছে, আজ বিকেল ৪ টেয় রাজভবন যাবেন প্রধানমন্ত্রী, বিকেল ৫.৪৫ মিনিটে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে অনুষ্ঠান। সন্ধে ৭ টায় মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন, তারপর প্রধানমন্ত্রী চলে যাবেন বেলুড় মঠ, বেলুড়মঠেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদী।
রবিবার সকাল ১১ টায় নেতাজি ইনডোরে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২.৪৫ -এর বিমানে দিল্লি রওনা দেবেন মোদী।
Be the first to comment