বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করালেন যীশু খ্রিস্টের মহৎ চিন্তাভাবনার কথা। বুধবার দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রামনাথ কোবিন্দ। তিনি লেখেন, দেশের সমস্ত নাগরিককে, বিশেষ করে দেশ ও বিদেশের খ্রিশ্ট ধর্মাবলম্বী ভাই-বোনদের বড়দিনের শুভেচ্ছা জানাই। সহানুভূতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের মূল্যবোধগুলির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে নতুন করে মনে করায় এই দিন। প্রত্যেকের জীবনে যীশুর আশীর্বাদ বর্ষিত হোক।
যীশু খ্রিস্টের শিক্ষা বিশ্বের লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জোগায়। এই কথা জানিয়ে আজ বড়দিন উপলক্ষ্যে টুইট করেন নরেন্দ্র মোদীও। শুভেচ্ছা জানান দেশবাসীকে। তিনি টুইটে লেখেন, মেরি ক্রিসমাস। যীশু খ্রিস্টের মহৎ চিন্তাভাবনা আমাদের মনে আছে। মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।
শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও।
বড়দিনের পাশাপাশি আজ দিনটা ভারত সরকারের সুশাসন দিবস (Good Governance Day) হিসেবে পালন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়।
Be the first to comment