ছাপ্পা ভোট বন্ধ, তাই বাহিনীকে নিয়ে সমস্যা; মাথাভাঙা কাণ্ডে মমতাকেই দুষলেন মোদী

Spread the love

ছাপ্পা ভোট আটকে গিয়েছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করা হচ্ছে ৷ হিংসার রাজনীতি করে ভোটে জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার কৃষ্ণনগরের সভা থেকে ফের একবার মাথাভাঙার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী অন্য রাজেও শান্তিতে ভোট করিয়ে এসেছে৷ তাহলে বাংলায় এত সমস্যা কেন?

কোচবিহরের শীতলকূচি বিধানসভার অন্তর্গত জোড়াপাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর অভিযোগ উঠেছে ৷ ভোটের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাই গুলি চালান বলে অভিযোগ ৷

যদিও সিআইএসএফ-এর দাবি, দুষ্কৃতীরা ভোটকেন্দ্রের দখল নিতে গিয়ে বাহিনীকে আক্রমণ করার পরই বাধ্য হয়ে গুলি চালিয়েছেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী অবশ্য কেন্দ্রীয় বাহিনীর পাশেই দাঁড়িয়েছেন ৷

এ দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী। সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘দিদি নিজের পুরনো খেলা শুরু করেছেন। বাংলায় দিদি এবং তৃণমূল মিলে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে ৷ গণতন্ত্রের উৎসবেও আপনি মা- বোনেদের চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়াচ্ছেন ৷ আপনার দুর্নীতির কারণে আজ বাংলার এই অবস্থা ৷ কেন্দ্রীয় বাহিনী গোটা দেশে নিরপেক্ষ ভাবে ভোট করায় ৷ কয়েকদিন আগেই আরও চার রাজ্যের নির্বাচন শেষ হয়েছে ৷ সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয় ৷ সমস্যা আপনার হিংসাত্মক রাজনীতির, সমস্যা ছাপ্পা ভোটের ৷ এই ছাপ্পা ভোট আটকে যাওয়াতেই আপনার অসহায়তা সামনে এসেছে ৷ সমস্যা আপনার প্ররোচনামূলক বক্তৃতায় ৷

মোদী বলেন কিন্তু দিদি মনে রাখবেন, এটা ২০২১-এর বাংলা ৷ এবার আপনাকে গণতন্ত্রের সঙ্গে খেলা করতে দেওয়া হবে না ৷ আপনি বাংলার মানুষকে ভয় দেখানোর যত চেষ্টা করছেন, তত বেশি মানুষ আপনাকে হারানোর জন্য একজোট হচ্ছে ৷ এর আগে শিলিগুড়ির সভা থেকেও মাথাভাঙার ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছিলেন প্রধানমন্ত্রী ৷

তৃণমূলের হার নিশ্চিত বলে দাবি করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই নির্বাচন বিজেপি লড়ছে না, বাংলার মানুষ লড়ছে ৷ বিজেপির থেকেও বাংলার মানুষ এগিয়ে এসে আপনাকে হারাতে চাইছে দিদি ৷ আপনি বিজেপিকে হারানোর চেষ্টা করতে পারেন, কিন্তু বাংলার মানুষকে কীভাবে হারাবেন?’

আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী এদিনও দাবি করেছেন, বাংলায় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আসছেন ৷ শুধু তাই নয়, এর আগে তৃণমূলের তরফে আপত্তি জানানো হলেও এ দিন ফের একবার আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করার জন্য রাজ্য সরকারের আধিকারিকদের প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*