লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে একগুচ্ছ নতুন প্রকল্প আর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ৫০ কোটি ভারতীয়ের জন্য স্বাস্থ্যসেবার প্রকল্প চালু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। এইদিন দিনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত প্রকল্প ওইদিন থেকেই শুরু হবে। তাঁর দাবি, স্বচ্ছ ভারত প্রকল্পে লাখ লাখ শিশুর জীবন আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়েছে। লোকসভা ভোটের আগে তাঁর শেষ ভাষণে মোদি বলেন, ২০২২ সালে দেশের ৭৫ তম স্বাধীনতার বছরে মানুষকে নিয়ে মহাকাশ অভিযান করবে ভারত। তাঁর দাবি, ২০১৩ সালের তুলনা. ভারত অনেক এগিয়েছে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী ভাষেণ তিনি দাবি করেছেন, তাঁদের কাছে পার্টি নয়, দেশই বড়। ধর্ষকদের বিরুদ্ধে কড়া সাজার ব্যবস্থারও উল্লেখ করেছেন তিনি।
মোদির এবারের ভাষণ ৮০ মিনিটের। গতবছর ৫৭ মিনিট ভাষণ ছিল সংক্ষিপ্ততম। দীর্ঘতম ভাষণ ছিল ৯৬ মিনিটের, ২০১৬ সালে। ১৯৪৭ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন ৭২ মিনিট। মনমোহন সিং টানা দশবছর লালকেল্লায় ভাষণ দিলেও বক্তৃতাকে বেঁধে রেখেছিলেন ৫০ মিনিটে।
স্বাধীনতা দিবসে গোটা রাজধানী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লালকেল্লায় এনএসজি স্নাইপার, সোয়াট কম্যান্ডো ছাড়াও ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। লাগানো হয়েছিল ৫০০ সিসিটিভি। বাকি দিল্লিতে ৭০ হাজার পুলিশকর্মী ডিউটিতে রয়েছেন।
Be the first to comment