ভিডিও সৌজন্যে- (নরেন্দ্র মোদীর টুইটার)
বুধবার লোকসভা অধিবেশনের শেষ দিনে বক্তৃতায় গত পাঁচ বছরের কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রী জানান, এই সরকারের আমলে মহিলাদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য ৷ ভারতের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে ৷ আর আত্মবিশ্বাস বাড়লে তবেই এগিয়ে যাওয়া সম্ভব ৷ গত পাঁচ বছরে দেশে প্রচুর কাজ হয়েছে ৷ বিশ্বে সুনাম অর্জন করেছে ভারত ৷
পাশাপাশি নমো আরও বলেন, মহাকাশ গবেষণায় অনেক উন্নতি করেছে ভারত ৷ এই সরকারই কড়া আইন এনেছে ৷ কালো টাকা, দুর্নীতি রুখতে কড়া আইন এনেছে বর্তমান সরকার। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি বেড়ে ২৬ সপ্তাহ করা হয়েছে।
অন্যদিকে এদিন রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেন, প্রথমবার আমি এই পদে এসেছিলাম এবং এখান থেকে অনেক কিছু শিখে গেলাম। এই প্রথমবার আমি বুঝতে পারলাম কাউকে জড়িয়ে ধরা আর কারোর গায়ে পড়ার মধ্যে কী পার্থক্য? প্রধানমন্ত্রী আরও জানান, লোকসভায় আমি প্রথমবার চোখের ইশারাও দেখেছিলাম।
তবে এখানেই থেমে থাকেননি তিনি। নরেন্দ্র মোদী বলেন, আমরা ভূমিকম্পের কথা শুনেছিলাম। কিন্তু গত পাঁচ বছরে কোনও ভূমিকম্প আসেনি। অনেকবার কাগজে বানানো প্লেন ওড়ানো হয়েছে। তবে আমাদের গণতন্ত্র এতটাই উঁচু যে ওই প্লেন তাকে ছুঁতে পারেনি।
শুনুন এদিন কী বললেন প্রধানমন্ত্রী?
Be the first to comment