ভারত সবসময় তার সমস্যাগুলিকে সুযোগে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। রবিবার ‘মন কি বাত’-এ কথা বলে কঠিন সময়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মাসিক রেডিয়ো বার্তায় তিনি এ দিন বলেন, ‘ভারত সবসময় তার সমস্যাগুলিকে সুযোগে রূপান্তরিত করেছে। এ কথা মাথায় রেখে আমাদের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যেতে হবে। যদি ১৩০ কোটি ভারতীয় এই ভাবনা নিয়ে সামনে দিকে এগিয়ে যান, তাহলে এই বছরটা কৃতিত্ব বা প্রাপ্তির বছরে রূপান্তরিত হবে। দেশ নতুন লক্ষ্য পূরণ করতে পারবে। নতুন পদক্ষেপ করতা পারবে এবং নয়া উচ্চতায় পৌঁছতে পারবে।’
২০২০ সালে মানুষকে কী কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা নিয়ে এ দিন রেডিয়ো বার্তা শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বছর শুধু কোভিড নয়, ভূমিকম্প, ঘূর্ণঝড় (উম্পুন ও নিসর্গ), পঙ্গপাল হানা, ভারত-চিন সীমান্ত সমস্যা-সহ আরও বেশ কয়েকটি অসুবিধের মুখে পড়তে হয়েছে দেশবাসীকে। তাঁর কথায়, ‘একইসঙ্গে এতগুলি বিপর্যয় হওয়ার ঘটনা খুব কম মানুষই শুনেছেন বা দেখেছেন।’
তবে হাল না-ছাড়ার পরামর্শ দিয়েছেন নমো। তাঁর কথায়, ‘আমাদের জীবনে সমস্যা ও সংকট আসবেই। তবে এই চ্যালেঞ্জগুলির জন্য কি আমরা এই ২০২০ সালটাকে খারাপ বছর বলব? প্রথম ৬ মাসের মতোই সারাটা বছর যাবে, এটা কি বিশ্বাস করা যায়? আদৌ না। আমার প্রিয় দেশবাসী, এটা হবে না। মনে করা হয়েছিল যে ভারত তার পরিচিতি ও সংস্কৃতি হারাবে। তবে দেশের সংস্কৃতির মজবুত ভিত্তির কারণেই আরও দারুণভাবে এ সবের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব হয়েছে।’ এ দিন ফের আত্মনির্ভরতায় জোর দিয়েছেন নমো।
৩১ মে তাঁর শেষ মন কি বাতেও করোনাভাইরাসের মতো অতিমারি প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। দেশবাসীকে মাস্ক পরা ও সোশ্যাল ডিসট্যানসিং মেনে চলতেই হবে।
শুনুন!
Be the first to comment