আজ ‘বিশ্ব নদী দিবস’-এ দেশজুড়ে নদী উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

Spread the love

দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৮১তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে এল নদীর কথা ৷ রবিবার ‘বিশ্ব নদী দিবস’৷ যে দিন সকলের দেশের নদীগুলির নিঃস্বার্থপর ভাবে জল দেওয়ার কথা মনে রাখা উচিত ৷ বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশজুড়ে সকলকে ‘নদী উৎসব’ পালনের আবেদন জানালেন এবং প্রতি বছর এই উৎসবের আয়োজনের অনুরোধ করলেন ৷ দেশের নদীগুলিকে দূষণমুক্ত করতে ‘নমামি গঙ্গে’ শুরু করা হয়েছিল ৷ এই প্রকল্পের জন্য অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে মোদী অনলাইন নিলামের কথা বলেন ৷ একটি ওয়েবসাইটে (https://PMMEMENTOS.GOV.IN) তাঁকে পাঠানো উপহারগুলি নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে ৷ এই অর্থ যাবে “নমামি গঙ্গে” প্রকল্পের প্রচারে ৷

তামিলনাড়ুর নাগা নদী শুকিয়ে গিয়েছিল কিন্তু গ্রামের মহিলাদের তৎপরতায় সেই নদীতে এখন পর্যাপ্ত জল রয়েছে ৷ ভারতের পশ্চিমে বিশেষত গুজরাত আর রাজস্থানে জলের প্রচণ্ড অভাব রয়েছে ৷ তাই বর্ষা শুরুর আগে গুজরাতে মানুষ ‘জল-জিলানি একাদশী’ উৎসব পালন করে ৷ যার মানে ‘বৃষ্টি ধরো’, জানালেন প্রধানমন্ত্রী ৷

পরিচ্ছন্নতার প্রসঙ্গে তিনি ‘বাপু’ অর্থাৎ মহাত্মা গান্ধীর কথা মনে করিয়ে দিলেন ৷ মোদী জানালেন, তিনি পরিচ্ছন্নতার প্রবক্তা ছিলেন ৷ একে একটা আন্দোলনে পরিণত করেছিলেন ৷ ভারতের স্বাধীনতার স্বপ্নের সঙ্গে পরিচ্ছন্নতার আন্দোলনকে জুড়েছিলেন মহাত্মা গান্ধী ৷ ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিন ৷ প্রতি বছর এই দিনটি গান্ধি জয়ন্তী হিসেবে পালিত হয় ৷ এই দিন প্রসঙ্গে মোদী বলেন, “আসুন, আমরা খাদির জিনিস কিনি এবং বাপুর জয়ন্তীকে একটা বড় উৎসবের পরিণত করি ৷”

আসছে উৎসবের মরশুম ৷ তাই কোভিড বিধিনিষেধ নিয়ে সতর্ক করলেন তিনি দেশবাসীকে ৷ তিনি বলেন, “‘টিম ইন্ডিয়া’ নতুন নতুন রেকর্ড তৈরি করছে প্রতিদিন ৷ এমনকি ভ্যাকসিনের ক্ষেত্রেও, যা আন্তর্জাতিক রেকর্ড গড়েছে ৷ কেউ যেন এই ‘সুরক্ষা চক্র’ থেকে বঞ্চিত না হয় ৷”

বিহার এবং পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় ছট উৎসব পালিত হবে ৷ এই পুজো নদীর ধারে হয় ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি, নদীর ধারগুলি পরিষ্কার থাকবে এবং ঘাটগুলো মেরামতের কাজও শুরু হয়ে গিয়েছে ৷ আমরা সবাই একসঙ্গে কাজ করে নদীগুলিকে দূষণ-মুক্ত রাখতে পারব ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*